Today I am sharing you some MCQ for the B.C.S Preliminary test . Before I have shared BCS English Preparation and BCS General Knowledge Preparation. Read them and boost your power to compete in the BCS examination.
*** You must need SolaimanLipi font installed in your Computer to see Bengali or bangla font of this post
আরো দেখুন – বাংলা অর্থ সহ ব্যাংক জব প্রিপারেশন এবং বেসিক কম্পিউটার নলেজ
বিসিএস পরীক্ষার প্রস্তুতি– বাংলা —সঠিক উত্তর সবার শেষে দেওয়া আছে
১. মিথিলা ও বাংলার মিশ্রণে যে ভাষা সৃষ্টি—
(ক) প্রাকৃত (খ) গৌড়ীয় (গ) ব্রজবুলি (ঘ) অপভ্রংশ
২. ‘নসীরানামা’ কাব্যগ্রন্থর রচয়িতা কে?
(ক) নজরুল (খ) জীবনানন্দ (গ) মরদন (ঘ) আলাওল
৩. ‘টালা অভিনয়’—কি ধরনের গ্রন্থ?
(ক) নাটক (খ) প্রবন্ধ (গ) উপন্যাস (ঘ) গল্প
৪. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) মোহাম্মদ আকরাম খাঁ (খ) এয়াকুব আলী চৌধুরী (গ) এস ওয়াজেদ আলী (ঘ) আবুল ফজল।
৫. বাংলা লিপির উৎস কী?
(ক) সংস্কৃত লিপি (খ) পালী লিপি (গ) ব্রাহ্মী লিপি (ঘ) গৌড়ীয় লিপি
৬. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?
(ক) স্বাভাবিক (খ) প্রকৃত (গ) যথার্থ (ঘ) প্রকৃতি
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
(ক) দেবদাস (খ) বড়দিদি (গ) শ্রীকান্ত (ঘ) গৃহদাহ
৮. প্রথম সার্থক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা (খ) কৃষ্ণকুমারী (গ) নীলদর্পণ (ঘ) বিসর্জন
৯. কোনটি দীনবন্ধুর মিত্রের রচনা?
(ক) বিধবা বিবাহ (খ) কমলে কামিনী (গ) চক্ষুদান (ঘ) লীলাবতী
১০. ‘ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ’ কার লেখা?
(ক) নকুলেশ্বর বিদ্যাভূষণ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) শ্যামাচরণ সরকার (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
১১. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?
(ক) আধুনিক যুগ (খ) মধ্য ও প্রাচীন (গ) প্রাচীন (ঘ) মধ্য
১২. ব্রাহ্মসমাজের মুখপত্র কোনটি?
(ক) সমাচার দর্পণ (খ) তত্ত্ববোধিনী পত্রিকা (গ) নবযুগ (ঘ) দিগদর্শন।
১৩. উপসর্গজাত শব্দ কোনটি?
(ক) অপিচ (খ) অজিন (গ) অধীত (ঘ) অগ্রজ
১৪. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
(ক) ঠগী (খ) পানসে (গ) পাঠক (ঘ) সেলামি
১৫. ‘লাজ’ কোন ধরনের শব্দ?
(ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) ক্রিয়া বিশেষণ (ঘ) বিশেষ্যের বিশেষণ
১৬. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
(ক) জীবন (খ) জীবনী (গ) জীবিকা (ঘ) জীবাণু
১৭. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(ক) সাহেব (খ) বেয়াই (গ) জঙ্গি (ঘ) কবিরাজ
১৮. ‘কৃপাণ’-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) কুপণ (খ) খড়্গ (গ) পিক (ঘ) কৃষ্ণ
১৯. ‘আঁঠির বিপরীত শব্দ কোনটি?
(ক) আট (খ) ছাড় (গ) শাঁস (ঘ) পিছে
২০. কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহূত?
(ক) আটকপালে (খ) উড়নচণ্ডী (গ) ছা-পোষা (ঘ) ভূশণ্ডির কাক।
সঠিক উত্তর
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ও ঘ উভয়ই ১০. ক ১১. গ ১২.ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক।
ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থ – নীল দর্পন
“মোস্তফা চরিত” – গ্রন্থের রচয়িতা – মওলানা আকরম খাঁ
বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন – বিষ্ণু দে
বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র – দিগদর্শন
“সন্ধি” ব্যাকরনের যে অংশে আলোচ্য বিষয় – ধ্বনিতত্ব
বাংলা বর্নমালায় মাত্রাহীন বর্নের সংখ্যা – ১০ টি
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটক – কৃষ্ণকুমারী
“চালাক” শব্দের বিশেষ্য পদ – চালাকি
“মা যে জননী কান্দে” – এটি একটি কাব্যগ্রন্থ
“বৃত্তসংহার” মহাকাব্যের রচয়িতা – হেমচন্দ্র বন্দোপাধ্যায়
“মহাকবি আলাওল” নাটকটির রচয়িতা – সিকান্দার আবু জাফর
“আলালের ঘরে দুলাল” উপন্যাসটির রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য – তিলোত্তমাসম্ভব
“দারিদ্র্য” কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্ভূক্ত – সিন্ধু হিন্দোল
“কপালকুন্ডলী” উপন্যাসের নায়কের নাম – নবকুমার
It’s very helpfull for all
LikeLike
Thanks to you Sharmin
LikeLike
We are benefite & reach our knowledge by this. Thanks a lot.
LikeLike
it is very useful knowledge
LikeLike
It is very helpful for bcs exam. I read it.
LikeLike
Thanks for your post. if anyone wants to do mcq test please visit the application Bcs Exam Preparation
LikeLike