বি.সি.এস সাধারন বিজ্ঞান প্রস্তুতি
Below I have shared some more MCQ type short question and answer for BCS exam preparation. This section of General Science is also important for the Bank Recruitment Examination and other type of Government and Non-Government Recruitment examination.
আরো দেখুন – ১. বিসিএস বাংলা সাহিত্য প্রস্তুতি
২. ব্যাংক রিক্রুটমেন্ট প্রিপারেশন বাংলাদেশ
সাধারন বিজ্ঞান প্রস্তুতি–সঠিক উত্তর সবার শেষে দেওয়া আছে
১. সময় পরিমাপের পদ্ধতি কোথায় উদ্ভাবিত হয়?
ক) ব্যাবিলন খ) মিসর গ) স্পেন ঘ) গ্রিস
২. গাছ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে বায়ুতে অক্সিজেন ছাড়ে?
ক) প্রস্বেদন খ) শ্বসন গ) সালোকসংশ্লেষণ ঘ) ভারলালাইজেশন
৩. বিশ্বের মোট পানির কত শতাংশ স্বাদু পানি?
ক) ২% খ) ১২% গ) ৮% ঘ) ১১%
৪. বিশুদ্ধ বায়ুতে কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে?
ক) ০.০৩% খ) ৩% গ) ২৫% ঘ) ১২.০৩%
৫. নাইট্রিক অক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলের কী নষ্ট করে?
ক) নাইট্রোজেন স্তর খ) অক্সিজেন স্তর গ) ওজোন স্তর ঘ) বায়ু স্তর
৬. গ্রিনহাউজ সাধারণত বাইরের পরিবেশ থেকে—
ক) ঠান্ডা থাকে খ) উজ্জ্বল থাকে গ) সবুজ থাকে ঘ) গরম থাকে
৭. বাড়ন্ত শিশুর খাদ্য তালিকায় কী বেশি থাকা দরকার—
ক) আমিষ খ) পানি গ) ভিটামিন ঘ) খনিজ লবণ
৮. আমিষ কোন এসিডের জটিল যৌগ?
ক) সালফার ডাইঅক্সইড খ) অ্যামিনো গ) কার্বন অক্সাইন ঘ) সোডিয়াম ক্লোরাইড
৯. পৃথিবীতে কোন ধাতুটি বেশি পাওয়া যায়?
ক) লোহা খ) গ্যাস গ) অ্যালুমিনিয়াম ঘ) তামা
১০. সাধারণ কাঠে কত ভাগ আর্দ্রতা থাকে?
ক) ১৯% খ) ২৯% গ) ২৮% ঘ) ২৭%
১১. প্রাণিদেহের শতকরা কত ভাগ পানি?
ক) ৪০% খ) ৬০-৭৫% গ) ৫৫-৬৫% ঘ) ৪০-৫৫%
১২. স্টেইনলেস স্টিল কী?
ক) ধাতু খ) সংকর ধাতু গ) মৌলিক ধাতু ঘ) ঢালাই
১৩. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
ক) গ্রেগর জোহান মেন্ডেল খ) নিউটন গ) লিউয়েন হুক ঘ) সলিম আলী
১৪. উদ্ভিদের স্বাভাবিক পুষ্টির জন্য কয়টি উপাদান প্রয়োজন?
ক) ১৬টি খ) ১০টি গ) ১৮টি ঘ) ২১টি
১৫. উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষে দিনরাত্রি কয় ঘণ্টা শ্বসনকাজ চলে?
ক) ২৪ ঘণ্টা খ) ১২ ঘণ্টা গ) ৬ ঘণ্টা ঘ) ৮ ঘণ্টা
১৬. মানবদেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত কণিকা তৈরি হয়?
ক) ১ হাজার খ) প্রায় ১০ হাজার গ) প্রায় ২০ লাখ ঘ) ৫০ হাজার
১৭ লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড
১৮। পারমানবিক চুল্লিতে ব্যবহৃত হয়ঃ গ্রাফাইট
১৯। রাসায়নিক পদার্থগুলোর রাজা বলা হয় সালফিউরিক এসিড
২০। ফলমুলের পচন রোধে ব্যবহৃত হয়ঃ সালফার ডাই অক্সাইড
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ
১. একটি কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কে?
(ক) মাইট্রোকন্ড্রিয়া (খ) নিউক্লিয়াস (গ) ক্রোমোসোম (ঘ) প্লাস্টিড
২. উচ্চ রক্তচাপের প্রতিকার—
(ক) চর্বিযুক্ত মাংস খাওয়া (খ) খাদ্যে লবণের পরিমাণ কমানো (গ) ডিমের কুসুম খাওয়া (ঘ) ননীযুক্ত দুধ খাওয়া
৩. একটি স্থানের দ্রাঘিমা জানা থাকলে অপর স্থানের দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা যায়?
(ক) ধ্রুবতারা দ্বারা (খ) হ্যাভলির নক্ষত্রের সাহায্যে (গ) স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা (ঘ) প্রমাণ সময়ের পার্থক্য দ্বারা
৪. ধূমপানে ধমনিগাত্র কেমন হয়ে যায়?
(ক) অতিরিক্ত পাতলা (খ) নরম (গ) শক্ত (ঘ) কপাটিকাবিহীন
৫. ক্যানসার প্রতিরোধের ব্যবস্থা কী?
(ক) ব্যায়াম করা (খ) বিভিন্ন শাকসবজি গ্রহণ (গ) খাদ্যে লবণ না খাওয়া (ঘ) শরীরে পিণ্ড সৃষ্টি হলে ডাক্তারের কাছে যাওয়া
৬. সেক্সট্যান্ট যন্ত্র কী কাজে ব্যবহূত হয়?
(ক) বায়ুপ্রবাহের গতি নির্ণয়ে (খ) সমুদ্রস্রোতের বেগ নির্ণয়ে (গ) মধ্যাহ্ন সূর্যের পরিমাপে (ঘ) শেষ স্থানে দ্রাঘিমা নির্ণয়ে
৭. হূদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
(ক) প্রত্যেহ ব্যায়াম করা (খ) অতিরিক্ত পরিশ্রম করা (গ) দেহের ওজন বাড়ানো (ঘ) পরিশ্রমের কাজ না করা
৮. এইচআইভি সংক্রমণের ফলে একজন ব্যক্তির— (ক) রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে লোপ পায় (খ) সঙ্গে সঙ্গে এইডসের বিভিন্ন লক্ষণ দেখা দেয় (গ) শরীরের ওজন ধীরে ধীরে হ্রাস পায় (ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা তাৎক্ষণিকভাবে লোপ
৯. জীবের অস্তিত্ব রক্ষার জন্য কী করা অপরিহার্য হয়ে পড়েছে?
(ক) বেশি বেশি গাছ লাগানো (খ) বন্য প্রাণী সংরক্ষণ (গ) জমিতে রাসায়নিক সার ব্যবহার না করা (ঘ) প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
১০. ফুসফুস ক্যানসারের অন্যতম প্রধান কারণ কোনটি?
(ক) মদ পান করা (খ) ধূমপান করা (গ) গাঁজা খাওয়া (ঘ) তাড়ি খাওয়া
১১. এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে—
(ক) অন্যদের দূরত্ব বজায় রাখা উচিত (খ) সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত (গ) তার পরিণতি সম্পর্কে আলোচনা করা উচিত
১২. মূল মধ্যরেখা কোথায় অবস্থিত?
(ক) বাংলাদেশের ঢাকায় (খ) আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর (গ) লন্ডনের গ্রিনিচে (ঘ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
১৩. কোন ধরনের পদার্থ সাধারণত তাপ কুপরিবাহী?
(ক) কঠিন (খ) তরল (গ) গ্যাসীয় (ঘ) তরল ও গ্যাসীয়
১৪. প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং এর প্রতিধ্বনির মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান কত হওয়া প্রয়োজন?
(ক) ১/৮ মিনিট (খ) ১/১১ সেকেন্ড (গ) ৯/১১ সেকেন্ড (ঘ) ১/৫ সেকেন্ড
১৫. কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি হয়?
(ক) লাল (খ) হলুদ (গ) বেগুনি (ঘ) সবুজ
১৬. শব্দের উৎপত্তির মূল কারণ কী?
(ক) কম্পন (খ) শক্তি (গ) অনুভূতি (ঘ) আঘাত
১৭. ‘হাইড্রোফোন’ কিসের সঙ্গে সম্পৃক্ত?
(ক) শব্দ উৎপাদন (খ) সমুদ্রের গভীরতা নির্ণয় (গ) আলোর দিক নির্ণয় (ঘ) খনিজ সম্পদের অবস্থান নির্ণয়
১৮. টেল্ডু পাতার বনভূমি কোথায় সৃষ্টি করা হয়েছে?
(ক) বান্দরবানে (খ) রামগড়ে (গ) সিলেটে (ঘ) কক্সবাজারে
১৯. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন হয়?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
২০. হূৎপিণ্ডের কোন স্তরটি সবচেয়ে ভেতরের?
(ক) এপিকার্ডিয়াম (খ) পেরিকার্ডিয়াম (গ) এন্তোকার্ডিয়াম (ঘ) মায়োকার্ডিয়াম।
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭ ঘ ১৮ ঘ ১৯ ক ২০ গ