In my last post I shared about BCS Preli Bangladesh Matters Preparation. Today I am sharing BCS Preliminary International affairs/ International matters.
If you are a candidate of Bank recruitment examination in Bangladesh then the following General Knowledge will help you a lot.
Just read them below and carry on your preparation.
** You must have SolaimanLipi font installed in your computer to see the Bengali words perfectly.
আরো দেখতে পারেন
১) বি.সি.এস ইংরেজী Fill in the Blanks
আন্তর্জাতিক বিষয়াবলি
১. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. এশিয়া খ. ইউরোপ গ. আফ্রিকা ঘ. ওশেনিয়া
২. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. জাপানে খ. চীনে গ. ব্রিটেনে ঘ. ইন্দোনেশিয়ায়
৩. পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি?
ক. ককেশাস খ. তৈগা গ. গোবি ঘ. সুন্দরবন
৪. ইউরোপের দ্বার বলা হয় কাকে?
ক. ইতালিকে খ. গ্রিসকে গ. ভিয়েনাকে ঘ. তুরস্ককে
৫. বৃহদাকার চিডিয়াখানা বলা হয় কাকে?
ক. আফ্রিকাকে খ. মিসরকে গ. ভারতকে ঘ. আমেরিকাকে
৬. চিলির মুদ্রার নাম কী?
ক. কোরনা খ. রুবল গ. লিরা ঘ. পেসো
৭. ফ্রান্সের আইনসভার নাম কী?
ক. সিনেট খ. চেম্বার গ. সিম ঘ. গ্রেস
৮. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি?
ক. শাপলা খ. স্বর্ণদণ্ড গ. ক্যাঙ্গারু ঘ. গোলাপ
৯. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী কোনটি?
ক. হংকং খ. ঢাকা গ. লন্ডন ঘ. টোকিও
১০. চির বসন্তের নগরী—
ক. রোম খ. কিটো গ. সিডনি ঘ. ভেনিস
১১. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক. ১০টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৬টি
১২. ‘লাডোলা’ হ্রদটি কোথায় অবস্থিত?
ক. চীন খ. ভারত গ. কানাডা ঘ. রাশিয়া
১৩. ‘ওয়াফা’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ভারত খ. ফিলিস্তিন গ. ইরান ঘ. ইসরায়েল
১৪. চীনে কত সালে প্রজাতান্ত্রিক বিপ্লব ঘটে?
ক. ১৯৩৫ সালে খ. ১৯৫০ সালে গ. ১৯৪৯ সালে, ঘ. ১৯৬০ সালে
১৫. উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
ক. তিন বছর খ. চার বছর গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
১৬. মাদার তেরেসা প্রতিষ্ঠিত ‘মিশনারি অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯৪০ সালে খ. ১৯৫০ সালে গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭০ সালে
১৭. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক. আবুল আহসান খ. মনমোহন সিং গ. শওকত আজিজ ঘ. চেনকিয়ার দোর্জি
১৮. লন্ডন কোন নদীর তীরে অবস্থিত?
ক. টেমস খ. সিন গ. ক্লাইভ ঘ. দানিয়ুব
১৯. ইউরোপের একক মুদ্রা ‘ইউরো’ চালু করা হয় কবে?
ক. ১৯৯০ সালে খ. ১৯৯৩ সালে গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৯৯ সালে
২০. এডিবির সর্বশেষ সদস্য কোন দেশ?
ক. জাপান খ. থাইল্যান্ড গ. পূর্বতিমুর ঘ. বাংলাদেশ।
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. গ।
আন্তর্জাতিক বিষয়াবলি
১. ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৭৭ খ. ১৯৭৯ গ. ১৯৮১ ঘ. ১৯৮৩
২. শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শাহের জন্মস্থান কোথায়?
ক. ভারতে খ. পাকিস্তানে গ. নেপালে ঘ. বাংলাদেশে
৩. চীন ও পাকিস্তানের মধ্যে নির্মিত সড়কপথের নাম—
ক. কারাকোরাম খ. ইউরোটানেল গ. বোলান ঘ. সালান
৪. ‘হাতফ’ ক্ষেপণাস্ত্রটি আবিষ্কার করে—
ক. ইরান খ. পাকিস্তান গ. ব্রিটেন ঘ. ফ্রান্স
৫. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের নাম—
ক. হোয়াইট হাউস খ. হোয়াইট হল গ. ডিফেন্স হাইক ঘ. পেন্টাগন।
৬. আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটে—
ক. ২০০০ সালে খ. ২০০১ সালে গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে।
৭. প্রথম এশিয়া কাবাডি খেলা অনুষ্ঠিত হয়—
ক. ঢাকায় খ. দিল্লিতে গ. লাহোরে ঘ. কলকাতায়
৮. ম্যাগসাসে পুরস্কার প্রদান করে—
ক. জাপান খ. চীন গ. ফ্রান্স ঘ. ফিলিপাইন
৯. নিচের কোন রাজনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. আব্রাহাম লিংকন খ. মাও-সেতুং গ. উড্রোউইলসন ঘ. উইন্সটন চার্চিল
১০. ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর?
ক. ফ্রান্স খ. ইতালি গ. নেদারল্যান্ড ঘ. রাশিয়া
১১. কোন দেশে আত্মহত্যার হার বেশি?
ক. চীন খ. শ্রীলঙ্কা গ. জাপান ঘ. মালদ্বীপ
১২. ‘আফ্রিদি’ উপজাতিদের বসবাস—
ক. ভারতে খ. চীনে গ. ভুটানে ঘ. পাকিস্তানে
১৩. সুইজারল্যান্ডের জেনেভা নগরী কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. লৌহ খ. বিমান গ. ঘড়ি ঘ. কাগজ
১৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন?
ক. বিগমার্ক খ. হিটলার গ. স্ট্যালিন ঘ. হিরোহিতা
১৫. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয়—
ক. ১৯৯০ সালে খ. ১৯৯২ সালে গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৭ সালে
১৬. ‘অরেঞ্জ’ ওর্ডার কোন দেশের গেরিলা সংস্থা?
ক. জাপান খ. উত্তর আয়ারল্যান্ড গ. চীন ঘ. কলাম্বিয়া
১৭. জাপানের গোয়েন্দা সংস্থার নাম—
ক. মোসাদ খ. এফবিআই গ. নাইকো ঘ. মুকরবাত
১৮. আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আগস্ট মাসের প্রথম—
ক. রোববার খ. সোমবার গ. মঙ্গলবার ঘ. বুধবার
১৯. ‘অরবিটস’ প্রতিষ্ঠিত হয়—
ক. ১৯৭০ সালে খ. ১৯৮১ সালে গ. ১৯৮২ সালে ঘ. ১৯৯০ সালে
২০. রানী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভূত?
ক. টিউডর খ. কোন্ গ. ডাচ্ ঘ. কোনোটাই না।
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক।
your site is informative and useful of all types of student but it is very tough to read. change the fonts .
LikeLike
Thanks Margubul Vai for your comments
Actually for better viewing experience You must have Solaiman Lipi font installed in your computer.
THanks again
LikeLike
Nicely arranged. Really contributive to the contestent of BCS
LikeLike
সুন্দর একটি পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ.
LikeLike
This is good for students.
LikeLike
Well arranged
LikeLike