Here I am sharing some more importat MCQ type short question and answers for those who are taking preparation for the Bangladesh Civil Service (BCS) Recruitment Examination test.
Today,the topic I have shared is about “Bangladesh matters General Knowledge” and “General Science”
If you are also tying for Banking Sector Job then you may also like the followings.
(You must have Solaiman Lipi font installed in your computer for better viewing performance)
সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
১. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০০৯-২০১০ সাল)?
ক) ২.০৩ খ) ১.৩২ গ) ১.৮৯ ঘ. ২.০১
২. বাংলাদেশে কৃষিতে শ্রমশক্তির শতকরা হার কত?
ক) ৪৮.৪% খ. ৫৯.৩% গ) ৪৭.৭% ঘ. ৭০.২%
৩. বাংলাদেশে চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মার্কিন ডলারে) কত?
ক) ৬৯৯ খ) ৭৫০ গ) ৬৫২ ঘ) ৬৭০ মার্কিন ডলার
৪. বাংলাদেশে জাতীয় মহাসড়ক (২০১০ সাল) কত কিলোমিটার?
ক) ৪২২২ খ) ৩১৭৫ গ) ৩৪৭৮ ঘ) ৪৭২০
৫. বাংলাদেশে আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়েছে কোনটি?
ক) সৌর প্যানেল খ) গ্যাসোলিন গ) কয়লা ঘ) সিএনজি
৬. ‘বুক বিল্ডিং পদ্ধতি’ নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক) শেয়ারবাজার খ) বহুতল বিল্ডিং গ) ব্যবসা-বাণিজ্য ঘ) বিমানবন্দর ব্যবস্থাপনা
৭. বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?
ক) ভারত খ) মালদ্বীপ গ) ইকুয়েডর ঘ) বাংলাদেশ
৮. বাংলাদেশে ২০০৮-০৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ছিল?
ক) ৫.৭৪% খ) ৬.০১% গ) ৫.৯২% ঘ) ৬.০৮%
৯. বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার কী ধরনের প্রকল্প গ্রহণ করেছে?
ক) সংযোগ কেটে দিচ্ছে খ) বিনা মূল্যে এনার্জি সেভিং বাতি দিচ্ছে গ) সংযোগ দিচ্ছে না ঘ) কারখানা বন্ধ করে দিচ্ছে
১০. বাংলাদেশ কবে থেকে মুদ্রানীতি ঘোষণাপত্র প্রকাশ করে?
ক) ২০১০ জানুয়ারি খ) মার্চ ২০০৮ থেকে গ) জানুয়ারি ২০০৬ থেকে ঘ) মে ২০০৯ থেকে
১১. বাংলাদেশে তফশিলি ব্যাংকের সংখ্যা কত?
ক) ৪৭টি খ) ৫৮টি গ) ৪টি ঘ) ২৮টি
১২. ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) বিষয়টি কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট?
ক) বাংলাদেশ ব্যাংক খ) গ্রামীণফোন গ) ক্ষুদ্রঋণ প্রকল্প ঘ) সোনালী ব্যাংক
১৩. নিচের কোন দেশটি ‘সাফটা’-এর সদস্য নয়?
ক) বাংলাদেশ খ) ভারত গ) নেপাল ঘ) মিয়ানমার
১৪. নিচের কোন দেশটি ‘ডি-৮’-এর সদস্য নয়?
ক) মালদ্বীপ খ) ইন্দোনেশিয়া গ) বাংলাদেশ ঘ) তুরস্ক
১৫. বাংলাদেশি টাকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু হয় কবে থেকে?
ক) ১ জানুয়ারি ২০০৫ খ) ৩১ মে ২০০৩ গ) ১ জুন ২০০৯ ঘ) ১ জুলাই ২০০৮
১৬. বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (২০০৯-১০ অর্থবছর) অবদান কত শতাংশ?
ক) ২০.৩৭% খ) ২০.১৬% গ) ২৯.২১% ঘ) ২৬.০৭%
১৭. ‘ডেসকো’ কোন কাজের সঙ্গে সম্পৃক্ত?
ক) গ্যাস উৎপাদন খ) ব্যবসা-বাণিজ্য গ) বিদ্যুৎ ঘ) গ্যাস উত্তোলন
১৮. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে নিচের কোন পদার্থটি থাকে না?
ক) মিথেন খ) কার্বন গ) অক্সিজেন ঘ) সালফার
১৯. PKSF কী?
ক) বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান খ) ক্ষুদ্রঋণ ও বিনিয়োগ তহবিল বিতরণের প্রতিষ্ঠান গ) টিভি চ্যানেল প্রতিষ্ঠান ঘ) চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান
২০. বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
ক) পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি খ) গাড়ির ব্যবহার বৃদ্ধি গ) গ্যাস উৎপাদন বৃদ্ধি ঘ) কোনোটি নয়।
সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ক।
***************************
১। সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়—
ক) মনোমিটার খ) ব্যারোমিটার গ) হাইড্রোমিটার ঘ) ফ্যাদোমিটার
২। উন্নত চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক তৈরির কাজে ব্যবহার করা হয়—
ক) ছত্রাক খ) ভাইরাস গ) অণুজীব ঘ) কীটনাশক
৩। বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যায়ক্রমিক স্তর কোনটি?
ক) সমস্যা চিহ্নিতকরণ, অনুকল্প, পরীক্ষণ, ফলাফল বিশ্লেষণ খ) স্থির সিদ্ধান্ত, ফলাফল বিশ্লেষণ, অনুকল্প, পরীক্ষণ গ) অণুকল্প, পরীক্ষণ, স্থির সিদ্ধান্ত,সমস্যা চিহ্নিতকরণ ঘ) পরীক্ষণ, অনুকল্প, সমস্যা নির্দিষ্টকরণ, স্থির সিদ্ধান্ত
৪। বিশ্বে পানি মজুদের পরিমাণ কত?
ক) ১৪১ বিলিয়ন ঘনলিটার খ) ১৪১ মিলিয়ন ঘনলিটার গ) ১৪১ ট্রিলিয়ন ঘনলিটার ঘ) কোনোটিই নয়
৫। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?
ক) গাছপালা কমে যাওয়া খ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া গ) ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া
৬। HIV থেকে মানবজাতিকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক) ধর্মীয় বিধিনিষেধ মেনে চলায় উৎসাহিত করা খ) HIV সম্পর্কিত তথ্যের ব্যাপক প্রচার গ) নারী ও পুরুষের অবাধ মেলামেশা নিয়ন্ত্রণ। ঘ) একই সুঁই ও সিরিঞ্জ একাধিক জনে ব্যবহার না করা।
৭। কোনো দেশের মোট স্বল্প ভাগের কত শতাংশ বনাঞ্চল থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়?
ক) ১৫% খ) ২০% গ) ২৫% ঘ) ৩০%
৮। বিশুদ্ধ বায়ুতে কত শতাংশ CO2 বিদ্যমান?
ক) ০.০৩ খ) ৩ গ) ০.৩ ঘ) ৩.০৩
৯। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
ক) ২৫ শতাংশ খ) ১২ শতাংশ গ) ১০ শাতংশ ঘ) ৩ শতাংশ
১০। ১৮৬০ থেকে ১৯৬০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কত বেড়েছে?
ক) ৩.০ ডিগ্রি সেলসিয়াস খ) ২.৮ ডিগ্রি সেলসিয়াস গ) ১.৮ ডিগ্রি সেলসিয়াস ঘ) ০.৫ ডিগ্রি সেলসিয়াস
১১। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৭ ভাগ খ) ৯ ভাগ গ) ১০ ভাগ ঘ) ১২ ভাগ
১২। এইডস রোগ সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৪০ খ) ১৯৮১ গ) ১৯৫০ ঘ) ১৯৭৫
১৩। বাংলাদেশে কোন শিক্ষা আইনত বাধ্যতামূলক?
ক) ইংরেজি খ) বাংলা শিক্ষা গ) প্রাথমিক শিক্ষা ঘ) ওপরের সবই
১৪। ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
ক) ৫০ কোটি খ) ১০০ কোটি গ) ৩০ কোটি ঘ) ৭০ কোটি
১৫। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোন খাদ্য উপাদান?
ক) চর্বি খ) শর্করা গ) আমিষ ঘ) ভিটামিন
১৬। বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
ক) ৪৫ শতাংশ খ) ৫০ শতাংশ গ) ৫৫ শতাংশ ঘ) ৬০ শতাংশ
১৭। প্রাকৃতিক পরিবেশে তিনটি প্রধান নিয়ামক হলো—
ক) মাটি, উদ্ভিদ, পাহাড় খ) পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি গ) বায়ু, পানি, গাছপালা ঘ) বায়ু, মাটি, উদ্ভিদ
১৮। উদ্ভিদ কখন বায়ুতে অক্সিজেন ছাড়ে?
ক) শ্বসনের সময় খ) প্রস্বেদনের সময় গ) সালোকসংশ্লেষণের সময় ঘ) অভিস্রবণের সময়
১৯। গ্রিন হাউস কী?
ক) সবুজ আলোয় আলোকিত ঘর খ) কাচের তৈরি ঘর গ) সবুজ মাঠবিশেষ ঘ) একটিও নয়
২০। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
ক) কার্বন ডাইঅক্সাইড খ) হাইড্রোজেন গ) অক্সিজেন ঘ) সালফার ডাইঅক্সাইড।
সঠিক উত্তর:
১। ঘ ২। গ ৩। ক ৪। ক ৫। গ ৬। ক ৭। গ ৮। ক ৯। ক ১০। গ ১১। খ ১২। খ ১৩। গ ১৪। খ ১৫। গ ১৬। গ ১৭। গ ১৮। গ ১৯। খ ২০। ক।
Very helpful
LikeLike