Today I will share you some important question and answer, basically short questions, for your BCS Test Preparation. Here I have covered BCS Test International Affairs and BCS Exam General Knowledge combinedly.
You may Also like to check the followings
(You must have SolaimanLipi Font installed in your computer for better viewing experience)
সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়াবলী
জাতি সংঘের গোড়াপত্তন হয় -১৯৪১ সালের ১২ জুন
কোন ঘোষনাকে গঠনের প্রথম পদক্ষেপ মনে করা হয় – লন্ডন ঘোষনা
আটলান্টিক সনদ ঘোষনাকারীরা হলেন- রুজভেল্ট ও উইন্সটন চার্চিল
১৯৪৫ সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে- ইয়াল্টা সম্মেলনে
NIEO –নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় –এপ্রিল, ১৯৭৪
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা বলা হয় কাদের – জওহরলাল নেহেরু, নাসের হোসেন, সুকর্ন, মার্শাল টিটো
জোট নিরপেক্ষ সংগঠনের সদস্য সংখ্যা – ১১৮
EU এর সদস্য সংখ্যা -২৭
কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা গড়ে উঠে – ভার্সাই চুক্তি,১৯১৯
UNIIMOG এর পূর্নরুপ কি – United Nations Iran-Iraq Military Observer Group
জাতিসংঘের সদর দফতর কোন নদীর তীরে অবস্থিত – ঈস্ট নদীর তীরে
জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম – ট্রিগভেলী
মহাসচিব যখন কোন আন্তর্জাতিক সমস্যার সমাধান করেন তখন তাকে কি বলে – good offices –মধ্যস্থতাকারী
প্রাথমিক ভাবে ইউরো মুদ্রা চালু করেছিল কয়টি দেশ – ১১ টি
বর্তমান WTO পূর্ব নাম কি –GATT
D-8 (Developing -8) ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের কয়টি – ২ টি
D-8 (Developing -8) এর সদর দফতর –তুরস্ক,ইস্তাম্বুল
Domino Theory প্রণয়ন করেন কে –আইসেন হাওয়ার, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি
SAFTA – গঠনের সিদ্ধান্ত হয় সার্কের কত তম সম্মেলনে- ১২ তম
দক্ষিন এশীয় অগ্রাধিকার বাণিজ্য ব্যবস্থা কি নামে পরিচিত –SAPTA ( South Asian Preferential Trade Arrangement)
কোন ঘোষনার মাধ্যমে ASEAN এর জন্ম হয় – ব্যাংকক ঘোষণা
কমনওয়েলথ কোন ধরনের সংস্থা- রাজনৈতিক
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারী কোন চুক্তির মাধ্যমে EU গঠিত হয় –ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে
কিউবান মিসাইল সংকট হয়েছিল – ১৯৬২ সালে
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার পায় কত সালে –১৯৮৮
আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারক এশিয়া হতে নিযুক্ত হন – ৪ জন
আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতর কোথায় – নেদারল্যান্ডের হেগ এ
OIC এর পূর্নরুপ কি- Organization of the Islamic Conference
যুক্তরাষ্ট্র NATO’র মোট ব্যয়ের কতভাগ বহন করেন – ৫ ভাগের ৪ ভাগ
১৯৫৫ সালের কোন সম্মেলনকে NAM গঠনের পদক্ষেপ বলা হয় – বান্দুং সম্মেলন
জাতিসংঘ সনদের কত ধারা অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত করা হয় – ২৪(১)
১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা কতছিল- ১২ টি
VETO কোন ভাষার শব্দ– ল্যাটিন
VETO শব্দের অর্থ কি ? – I forbid
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ও কি কি – ৬ টি – আরবি, চাইনিজ, ইংরেজী, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ
ইংল্যান্ডে ম্যগনাকার্টা স্বাক্ষরিত হয় কবে ? – ১২১৫ সালে
ECOSOC –এর পূর্ণরুপ কি –Economic and Social Council
হামবুর্গ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত – জার্মানি
CIRDAP এর সদর দফতর কোথায় অবস্থিত – ঢাকা
WIPO – এর সদর দফতর কোন শহরে- জেনেভা
“গুড ফ্রাইডে” নামে খ্যাত উত্তর আয়ারল্যান্ড শান্তিচুক্তি কার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় – জর্জ মিশেল
ভেনিজুয়েলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি –এঞ্জেল
পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি “মনালোয়া” কোথায় অবস্থিত – হাওয়াই
রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দুজাতি কি কি – হুতু ও তুতসিস
সুয়েজখাল কাকে সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর
ডুরাল্ড লাইন কি – পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা
ম্যানারহেম রেখা কোথায় অবস্থিত – রুশ–ফিনিশ সীমান্ত রেখা
কোন সালের কোন তারিখে পর্তুগাল ম্যাকাওকে চীনের কাছে হস্থান্তর করে – ১৯ ডিসেম্বর ১৯৯৯
বছরের সবচেয়ে বড়দিন কোনটি –২১ জুন
পৃথিবীর বৃহত্তম প্রণালী কোনটি – তাতার
পশ্চিম বাংলার দুঃখ বলা হয় কাকে – দামোদর
ইউরোপের ক্রিড়াঙ্গন বলা হয় কাকে – সুইজারল্যান্ড
১৯১৭ সালে কোন বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের গোড়াপত্তন হয়েছিল – বলশেভিক
ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হয় কতসালে – ১৯৭৯
সেভেন সিস্টার গুলোর নাম কি –অরুণাচল প্রদেশ, আসাম, মনিপুর, মেঘালয়,মিজোরাম,নাগাল্যান্ড, ত্রিপুরা
কোন দেশগুলোকে ইন্দোচীন বলা হয় – ভিয়েতনাম,কম্বোডিয়া,লাওস
পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি – তৈগা
প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় কবে – ১৯৮৮
যুক্তরাষ্ট্র ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় – ১৭৭৬ সালে
হিটলার জার্মানীর ক্ষমতা দখল করেন – ১৯৩৩
জাতিসংঘের কোন ব্যক্তি Mr.No / Mr.Veto বলে পরিচিত ছিলেন – আন্দ্রে গ্রোমিকো
আর্মিনিয়া ও আজারবাইজানের মধ্যে বিতর্কিত ছিটমহলের নাম – নগর্নো কারাবাখ
মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা কে – মার্টিন লুথার কিং
সামরিক কৌশলগত কারনে কোরিয়াকে কতডিগ্রী সমান্তরাল সীমারেখায় ভাগ করা হয় – ৩৮ ডিগ্রী
কতসালে কোরিয়া জাপানের সংরক্ষিত অঞ্চলে পরিণত হয়েছিল – ১৯০৫ সালে
বেলফোর কে ছিলেন – ব্রিটেনের পররাষ্ট্র সচিব
১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি কার মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় – প্রেসিডেন্ট কার্টার
ইসরাইল ও PLO পরস্পরকে স্বীকৃতি দেয় ১৯৯৩ সালের ১০ সেপ্টেম্বর
চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় –১৯৪৯ সালে
পৃথিবীর সর্বোচ্চ শহর কোনটি- ওয়েনচুন
ইন্ডিয়া উইনস ফ্রিডম – মওলানা এ পি জে আবুল কালাম আজাদ
The desired candidates should join this site.
LikeLike
the site is very useful for bcs preparation.day by day different kinds of question should be posted to help every one to take a good preparation for bcs.
LikeLike
ইন্ডিয়া উইনস ফ্রিডম – এ পি জে আবুল কালাম আজাদ, India Wins Freedom written by Moulana Abul Kalam Azad, First Indian Education Minister. APJ Abul Kalam was President and Bharat Ratna.. Pl. correct accordingly.
LikeLike
ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।
LikeLike