Today I am sharing you the 2nd Part of the Short-Cut Techniques or methods to memorize the Bangla Literature works –Novel,Plays of famous writers.
Click Here for the 1st Part of the ShortCut Techniques.
As BCS Preli Examination is knocking at the door, it’s the time to make your preparation revised.
Also you may like the followings.
1. বি সি এস প্রিলি কারেন্ট অ্যাফেয়ার্স
2. ব্যাংক জব প্রস্তুতি
জীবনানন্দ দাশের প্রবন্ধ,উপন্যাস আর কাব্য সহজে মনে রাখার উপায়
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল
উপন্যাসঃ
জলপাই হাটি
সতীর্থ
কল্যানী
মাল্যদান
প্রবন্ধঃ কবিতার কথা
কাব্যঃ
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল
রুপসী বাংলা
বনলতা সেন
ধূসর পান্ডুলিপি
ঝরাপালক
বেলা অবেলা কালবেলা
সাতটি তারার তিমির
মহা পৃথিবী
মীর মশাররফ হোসেন-এর রচনা মনে রাখার সহজ উপায়
প্রহসনঃ ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
ভাই ভাই এই তো চাই
একি
এর উপায় কি
ফাঁস কাগজ
নাটকঃ
বেটা বসন্ত জমিদার
বে – বেহুলা গীতাভিনয়
টা- টালা অভিনয়
বসন্ত – বসন্ত কুমারী
জমিদার – জমিদার দর্পন
উপন্যাস:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
বিষাদসিন্ধু
গাজীমিয়ার বস্তানী
বাঁধা খাতা
উদাসীন পথিকের মনের কথা
কায়কোবাদ এর রচনা সহজে মনে রাখার উপায়
কাব্য
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল
অমিয়ধারা
কুসুমকানন
মহরম শরীফ
বিরহ বিলাপ
শিব মন্দির
অশ্রুমালা
মহাশ্মশানঃ মহাকাব্য
বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য। মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত
বিহারীলাল চক্রবর্তীর- পত্রিকা ও কাব্য মনে রাখার সহজ উপায়
বিহারীলাল চক্রবর্তী-ভোরের পাখি
বিহারীলাল চক্রবর্তী-গীতিকবিতার জনক
বিহারীলাল চক্রবর্তী-রবিঠাকুরের কাব্য গুরু
পত্রিকাঃ
অবোধ বন্ধু বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে পূর্নিমার হাত ধরে বসে আছে
অবোধ বন্ধু
সাহিত্য সংক্রান্তি
পূর্নিমা
কাব্যঃ
বংগ সুন্দরী সারদার সংগীতের প্রতি নিসর্গ প্রেম তার স্বপ্ন ও মনে সাধের আসন গেড়ে বসেছে
বংগ সুন্দরী
সারদা মঙ্গল
সংগীত শতক
নিসর্গ সন্দর্শন
প্রেম প্রবাহিনী
স্বপ্ন দর্শন
সাধের আসন
রবি ঠাকুরের (রবীন্দ্রনাথ ঠাকুরের) ছোট গল্প সহজে মনে রাখার উপায়
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
ছোট গল্প
পোস্টমাস্টার
কাবুলিওয়ালা
দেনা পাওনা
কর্মফল
হৈমন্তি
দিদি
পত্র রক্ষা
রবি ঠাকুরের (রবীন্দ্রনাথ ঠাকুরের) প্রেমের গল্প সহজে মনে রাখার উপায়
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
প্রেমের গল্প
ল্যাবরেটরী
অধ্যাপক
নষ্টনীড়
শেষ রাত্রি
সমাপ্তি
স্ত্রীর পত্র
একরাত্রি
দূর আশা
দৃষ্টিদান
আল –মাহমুদের কাব্য, গল্প ও উপন্যাস মনে রাখার সহজ উপায়
কাব্যঃ
কালের কলসে হারিয়ে যাওয়া লোক-লোকান্তরে প্রচলিত কাহিনী –বখতিয়ারের ঘোড়ায় সোনালী কাবিন চাপিয়ে আল-মাহমুদ এক চক্ষু হরিণ শিকার করেছিলেন
লোক লোকান্তরে
কালের কলস
সোনালী কাবিন
বখতিয়ের ঘোড়া
একচক্ষু হরিণ
উপন্যাস
আগুনের মেয়ে সুন্দর পুরুষকে দেখে তার ডাহুকী রুপ ধারন করেছিল
ডাহুকী
আগুনের মেয়ে
পুরুষ মেয়ে
গল্পঃ পানকৌড়ির রক্ত
( চলমান – মনে রাখার সংক্ষিপ্ত উপায় সামনে আরো আপডেট করা হবে। )