Today I want to share you some bengali words which are adopted from the foreign languages and we are using in our day today life and becomes the part of our mother tongue, for example:French,Persian,Turkish,Burmese,Chinese,Greek,Portugeese and more.
Here I have tried to mention the shortcut technique to memorize these bengali words easily.
You will also like to see the followings:
১ বাংলা সাহিত্য কর্ম –মনে রাখার সহজ উপায় পর্ব-১
২ বাংলা সাহিত্য কর্ম –মনে রাখার সহজ উপায় পর্ব-২
৩ শিখণ্ডী খাড়া করা (প্রবাদটির উৎস ও অর্থ)
বাংলা ভাষায় ব্যবহৃত দেশী-বিদেশী শব্দ
দেশী শব্দ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা,কুলা,ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
ফারসী শব্দ
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার কাছে নালিশ করলেন।তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোযখে পাঠালেন
গ্রীক শব্দঃ
গ্রীকের সেমাইয়ের দাম বেশী, সুরঙ্গ
বর্মী শব্দ
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে
চীনা শব্দঃ
চীনার চিনির চা লিচুর মত লাগে, সাম্পান।
জাপানী শব্দ
জাপানের রিক্সায় হারিকেন লাগে
ওলন্দাজ শব্দ
ওলন্দাজরা ইস্কাপন, টেককা,তুরুপ, রুইতন, হরতন দিয়ে তাস খেলে
ফরাসী (ফ্রান্স)
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে
পর্তুগীজ শব্দ
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস,পেঁপে ও পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানী দিয়ে কামরা পরিস্কার করে জানালা খুলে দিলেন তারপর পেরেক,ইস্ত্রি, ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
তুর্কী শব্দ
দারোগা বাহাদুর বাসায় আসবেন। তাই দাদা বাড়ির চাকর খাতুন বেগম কে দিয়ে বাবুর্চি কে খবর পাঠালেন। কুলি,লাংগল
ধন্যবাদ আপনাকে মনে রাখার সহজ উপায়ের জন্য ।
LikeLike
thank for you creativity
LikeLike