Today I want to share some more mcq type question and answer based on General Science for BCS Preli test Preparation.
The following short question and answer are really important for any type of recruitment examination which you will face evertytime.
You may also like to check the following links.
1. Bank Job Preparation and Solution Guide.
2. Recruitment Examination Preparation.
3. Bank Job Question on Sentence Correction
**(You must have SolaimanLipi font installed in your computer to see the Bengali Font perfectly )
বি.সি.এস সাধারণ বিজ্ঞান প্রস্তুতি
ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত
থিওফ্রাস্টাস উদ্ভিদ জগৎকে ৪ ভাগে ভাগ করেছেন
Tree 2)Shurbs 3)Under Shrubs 4) Herbs
পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকেনা
ঔষধ শিল্পে,সুগন্ধি ও রঙ উৎপাদনে লাইকেন ব্যবহৃত হয়
ফার্ন পৃথিবীর সর্বপ্রাচীন উদ্ভিদ
লাল আলোতে সালোকসংশ্লেষন বেশী হয়। নীল ও সবুজ আলোতে সালোক সংশ্লেষন কম হয়
উদ্ভিদের মুখ্য মৌল ১০ টি – (Mg,K,Ca,Fe,Ni,C,H,O,P,S)
জীববিজ্ঞানের মৌলিক শাখা মোট ৮ টি
1)Morphology 2)Cytology 3)Histology 4)Physiology 5) Taxonomy
6)Genetics 7)Ecology 8)Evolution
টেরিডোফাইটার দেহাবশেষ থেকে খনিজ কয়লার আবির্ভাব হয়েছে বলে অনুমান করা হয়।
স্ববাত- শ্বসনে 38 ATP (680 কিলো ক্যালরি)শক্তি উৎপাদন হয়
অবাত শ্বসনে 2ATP শক্তি উৎপাদন হয়
অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন বৃদ্ধি বর্ধক হরমোন
পার্থেনোকার্পিক ফলে বীজ হয় না
কচুতে ক্যালসিয়াম অক্সালেট, কমলায় এসকরবিক এসিড, আমলকিতে অক্সালিক এসিড, আপেলে ম্যালিক এসিড, টমেটো ম্যালিক এসিড, তেতুলে টারটারিক এসিড ও লেবুতে সাইট্রিক এসিড থাকে
পানের রসে মিউসিলেজ ও খেজুরের রসে ফ্রুকটোজ থাকে
তামাকে নিকোটিন, পপি/আফিমে মরফিন, চা কফিতে ক্যাফেইন, সিঙ্কোনাতে কুইনাইন থাকে
বাদামে থাকে ম্যাগনেসিয়াম, সয়াবিনে জেনিষ্টেইন, সরিষার তেলে ইরসিক এসিড, পেঁপেতে প্যাপেন,সূর্যমুখীতে লিনোলিক এসিড, মরিচে ক্যাপসিন ও ধুতুরায় ডেটুরিন থাকে
ঔষধী উদ্ভিদ হল বাসক, পেয়াজ, নিম, শেফালিকা, সিনকোনা, অর্জুন, ঘৃতকুমার
পেয়াজ/রসুনের ফাপা অংশ শুল্কপত্র
পৃথিবির সবচেয়ে বড় ফুল অংশ র্যাফ্লোসিয়া আরনল্ড
পৃথিবীর সবচেয়ে বড় গাছ –সিকুইডেনড্রন (Sequadendron sempergirens)
দ্রুত বিভাজিত হবে –এপিথেলিয়াল কোষ
পেনিসিলিয়াম এক ধরনের মৃতজীবী ছত্রাক
কেওড়াতে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়
আদা রাইজোম, গোল আলু কন্দ, ফনিমনসা পর্ণকান্ড, পেয়াজ রসুন কন্দাল কান্ড- এর মাধ্যমে বংশ বিস্তার করে
সবচেয়ে বড় ঘাস –বাঁশ (Bambosa sp)
সিসমোনষ্টি চলন এর ফলে সামান্য স্পর্শে লজ্জাবতীর পাতা গুটিয়ে যায়
একটি আদর্শ ফুলের ৫টি অংশ থাকে
সবুজ বর্নের পাপড়িকে বলা হয় সেপালয়েড
ক্লোরেলা ও ইউক্যালিপ্টাস চামড়ার রোগ সৃষ্টি হয়
ICBN – হলো নামকরনের আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি
Arocarpus heterophyllus জাতীয় ফল কাঁঠালের বৈজ্ঞানিক নাম
Nymphea nouchelea জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম
একটি রানী মৌমাছি ১০০০ বার ডিম পাড়ে
পাখীর শিরা দ্বিখন্ডিত
তেলাপোকার রক্ত বর্নহীন
ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ ৩টি
প্লাটিপাস একটি স্তনপায়ী প্রানী
এমিবা ক্ষনপদের মাধ্যমে চলে
মানুষের লোহিত রক্ত কনিকা নিউক্লিয়াসবিহীন
জীবদেহের কোষ গঠনের জন্য নাইট্রোজেনের প্রয়োজন
উড়তে না পারা পাখিদের মধ্যে সবচেয়ে ছোট পাখি কিউই
Emperor পেঙ্গুইন সবচেয়ে বড় পেঙ্গুইন। যার ওজন ৮০ পাউন্ড ও উচ্চতা ৩ ফুট থেকে সাড়ে ৩ ফুট