সন ১৮৫৩ সালের ৮ই নভেম্বর, বাংলাদেশের প্রথম সংবাদপত্র “রঙ্গপুর বার্তাবহ” তে এক অদ্ভুত বিজ্ঞাপন প্রকাশিত হল।
বিজ্ঞাপনটি “নাটক চাই” -এর। ছয় মাসের মধ্যে একটি নাটক লিখতে হবে যার নাম হবে “কুলীনকুল সর্বস্ব“, ভাষা হবে গৌড়ীয়, স্বাদ হবে মনোহর, নাটক রচয়িতা পঞ্চাশ টাকা পুরস্কার পাবেন। যিনি পুরস্কার দিবেন তিনি হলেন রংপুরের কুন্ডী পরগণার জমিদার, সম্ভ্রান্ত রায়চৌধুরী পরিবারের শ্রী কালীচন্দ্র ।
ছমাস শেষ হতে না হতেই কালীচন্দ্রের হাতে একটি নাটক এসে পৌছাল। নাটকটি পড়ে তিনি খুবই মুগ্ধ হলেন। এরকম নাটক তো কেঊ কোনদিন লেখেনি এই দেশে, কে এই লেখক? নাম কি তার?? নাটকের সঙ্গের চিঠিতে লেখকের নাম লেখা ছিল —
যাই হোক, এই “কুলীনকুল সর্বস্ব”-ই হল বাংলার প্রথম সামাজিক নাটক।এবার “রঙ্গপুর বার্তাবহ” নামক পত্রিকাটির ব্যাপারে একটু বলি, এটি বাংলাদেশের প্রথম পত্রিকা যা ১৮৪৭ সালের আগস্ট মাসের শেষের দিকে উপরিউক্ত জমিদার কালীচন্দ্র রায়ের অর্থায়নে প্রকাশিত হয়েছিল। এর সম্পাদক ছিলেন গুরুচরন রায়। ১৮৫৯ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।আরো পড়ূন
হিকি’স বেঙ্গল গেজেট (ভারতের প্রথম ইংরেজী পত্রিকা)- পর্ব-২
https://web.facebook.com/om.p.chowd…/posts/10153977068802682
ধর্মঠাকুর
https://web.facebook.com/om.p.chowdhury/posts/10153942923562682
ইদ, ইগো আর সুপার ইগো
https://web.facebook.com/om.p.chowd…/posts/10153954026997682
thanks
LikeLike