১। প্রত্যাশিত চাকরি না পাওয়া
২। কয়েকদফা সিভি পাঠিয়েও ইন্টারভিউ কার্ড না পাওয়া
৩। চাকরির অতীত অভিজ্ঞতা না থাকা। আর চাকরি যোগাড় করতে না পারায় অভিজ্ঞতা অর্জন করতে না পারা।
৪। চাকরি নিয়োগের পরীক্ষার সর্বশেষ পর্যায়ে গিয়ে বাদ পড়া।
৫। চাকরি পেলেও বেতন কম পাওয়া
৬। বেতন বেশী হলেও কাজের ধরন পছন্দ না হওয়া
৭। সহকর্মীর চেয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে থাকা।
৮। উর্ধতন কর্তৃপক্ষের কাছে নিজেকে উপস্থাপন করতে না পারা।
৯। শিক্ষাগত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে না পারা।
১০। পেশার সামাজিক গ্রহনযোগ্যতা ও পরিচিতি আশানুরূপ না হওয়া
১১। সততা ও মূল্যবোধ অবলম্বনের সু্যোগ না পাওয়া
১২।যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বিলম্বিত হওয়া
১৩। ক্লাসে পেছনে থাকা কোন সহপাঠীর কর্মক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়া
১৪। সহকর্মীদের ঈর্ষা, বসের বিরূপ মনোভাব থাকা / অবজ্ঞা করা
১৫। শিক্ষাজীবন ও কর্মজীবনের পরিবেশের মধ্যে মিল না থাকা।
১৬। চাকরির স্থায়িত্বে নিশ্চয়তা না থাকা।
১৭। কাজের ব্যবহারিক জ্ঞান না থাকা।
১৮।কাজের স্বীকৃতি না পাওয়া। কাজের মূল কৃতিত্ব বসের হওয়া।
তথ্য সূত্রঃ আলোকিত জীবনের হাজার সূত্র