কোন এক গ্রামে এক ধনী ছিল আর তার ছিল চারটে গরু। সেই গরুগুলোকে দেখাশোনা করার জন্য সে এক গরীব কৃষককে নিযুক্ত করেছিল। একদিন এই ধনী লোকটির ইচ্ছে করল গাঁয়ের লোকের কাছে উদার ব্যক্তি হিসেবে নাম করার । তো সে একটি উপায় বের করল। সে তার দুজন চাকরকে বলল যে কৃষক যখন গরু চরাতে যাবে তখন যেন তারা একটা একটা করে তিনটি গরুই চুরি করে। চাকরেরা তা করতে রাজী হল।
গরীব কৃষক গরু চরাতে গিয়ে একটি হারিয়ে এসে ধনীকে জানাল। ধনী বলল, “আরে তাতে তুমি আর কি করবে? তোমার এত ভাবনার কি আছে? যাক, যা গেছে যাক।” গরীব কৃষক বেচারা ধনীর ব্যবহারে বিস্মিত হল। গাঁয়ের লোক ধনী লোকটার উদারতার পরিচয় পেয়ে তার তারিফ করল।
এই ঘটনার পরের দিন আবার একটি এবং তৃতীয় দিন আরেকটি গরু চুরি হয়ে গেল। তখনো ধনী লোকটি কৃষককে কোন কথা বললনা। তারপর ধনী লোকটির উদারতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।
শেষে একদিন কৃষক ক্ষেত থেকে একা ফিরে ধনীকে জানাল যে চতুর্থ গরুটাও হারিয়ে গেছে। তারপর সে কাজ ছেড়ে বাড়ি ফিরে গেল।
ধনী কিছুতেই ভেবে পেলনা চতুর্থ গরুটাকে কে চুরি করল। তিনটি গরু চুরি করানোর পর সে আর কাউকে তার গরু চুরি করতে বলেনি। ধনী লোকটি জানত না যে চতুর্থ গরুটা চুরি করেছে গরীব কৃষক চাকরটি নিজেই।….
মোরাল অফ দি স্টোরিঃ আরেকবার পড়ুন বুঝে যাবেন