কোন এক বাবা একদিন এক শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেন, ” মহাশয় আমার ছেলের বয়স আট বছর, আমি কবে থেকে তাকে জীবনের মূল্যায়ন শেখাবার জন্য প্রস্তুত হতে পারি? “।
বিশেষজ্ঞ বললেন
“আজ থেকেই শুরু করে দিন, আপনি এর মধ্যে আট বছর দেরী করে ফেলেছেন”
ব্যবস্থাপনা পাঠের গুরুত্ব উপলব্ধি করে মহামতি চাণক্য-ও ছাত্র শিক্ষকদের উপদেশ দিয়েছেন–
“যে কোন টাটকা তরতাজা জীবিতের উপরে যা কিছু প্রলেপ দেবে সেইটি তাই শোষণ করতে সক্ষম। একই ভাবে, এই রাজকুমার বা ছাত্র, যিনি ধী-শক্তিতে অপরিপক্ক্ব, বিজ্ঞান সম্পর্কে যা কিছু প্রদান করা হবে, তিনি সেটাই উপলব্ধি গ্রহণে সক্ষম। সুতরাং, তিনি তাকে নির্দেশ দিবেন যে বাস্তবিক কি কি উপাদান ততার পক্ষে উপকারী”
বুঝতে হবে– একজন ভাল ছাত্রই ভাল শিক্ষক ( স্ব-শিক্ষিত,প্রজ্ঞাবান) হবার যোগ্যতা রাখে ঠিক তেমনি একজন প্রকৃত অধস্তন সময়ের প্রেক্ষিতে প্রকৃত উর্ধ্বতন কর্তা হয়ে উঠতে পারে।