প্রথম পর্বে মোঘল সম্রাট জাহাঙ্গীর আর বঙ্গদেশের ঐন্দ্রজালিক (জাদুকর/ বাজিকর) –এর প্রথম যাদুটির কথা শেয়ার করেছিলাম। আজ তাদের দেখানো ২৮টি উল্লেখযোগ্য যাদু যা সম্রাট জাহাঙ্গীর তার নিজ জীবনীতে লিখে গিয়েছেন তার দ্বিতীয়টি শেয়ার করছি।
রাত্রি দ্বিপ্রহর, সম্রাট জাহাঙ্গীর আর তার সভাসদরা জেগে রয়েছেন। বাজিকর আজ অন্যরকম চমক দেখাবে বলেছে।
কিন্ত এই যাদুটির সৌন্দর্য্য শুধু রাত্রিকালীন সময়েই আস্বাদন সম্ভব। সম্রাট তার সভাসদগণ অধীর আগ্রহে অপেক্ষমান, কি দেখাবেন বাজিকর আজকে?
সমুদয় জগৎ গাঢ় অন্ধকারে নিমজ্জিত, সেই সাতজন বাজিকরের একজন এলেন। সম্রাটের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার পরিধেয় বস্ত্রটি ত্যাগ করে সমগ্র শরীর একটি সাদা চাদরে ঢাকলেন, সেই সাদা চাদরের মধ্য থেকে তিনি একটি অতিউজ্জ্বল আয়না বের করলেন। সম্রাট সবিশ্ময়ে দেখলেন, সেই আয়না হতে এক তীব্র আলোর রশ্মি বের হল যা সমগ্র আকাশকে অসম্ভবরূপে আলোকিত করল। পরবর্তীতে সম্রাট পথচারী ও অন্যান্য লোক মারফত খবর নিয়ে যানলেন যে
সেদিন রাত্রে পথিকগন নভোমন্ডল এক অদ্ভূত আলোকে আলোকিত হতে দেখেছেন আর আগ্রে হতে যে সকল স্থানে যেতে ১০ দিন লাগে সেই স্থানের লোকেরাও এই আলোক দেখতে পেয়েছিল।
সম্রাট অবাক হলেন বাজিকরের বিদ্যায়, তার আয়না নিসৃত সেই আলো দিবসের আলোকেও হার মানিয়েছিল।