১। মন যেমন হয় কথাও তেমনি হয়ে থাকে। কথা যেমন হয়ে থাকে কাজ ও হয় তেমনি। মহাত্মাদের মন, কথা ও কাজ একই রকম হয়ে থাকে।
২। সূর্যকে উদয়ের সময় লাল দেখায় আবার অস্তের সময়ও লাল দেখায়। মহাত্মারা সম্পদের সময় ও বিপদের সময় একই রকম থাকেন।
৩। মহাত্মাদের মন, কথা ও কাজে মিল থাকে কিন্ত দুরাত্মাদের ওসবে কোন মিল থাকেনা।
৪। সর্প বায়ু সেবন করে দুর্বল হয়না, জঙ্গলী হাতী ঘাস খেয়েও বলশালী, মুণি গণ কন্দ,মূল ও ফল খেয়েও নিজেদের জীবন নির্বাহ করে; তাই মানুষের কাছে সন্তোষই সর্বাপেক্ষা বড় জিনিস
৫। উত্তম ব্যক্তি প্রশংসা পেয়ে সন্তোষ প্রকাশ করে, নীচ ব্যক্তি ধন পেয়ে খুশী হয়, প্রার্থনা পেয়ে দেবতা প্রসন্ন হন, কিন্ত ভূত বলি দিলে খুশী হন।
৬। দানশীলতা, প্রিয়ভাষণ, ধৈর্য এবং ঔচিত্য এই গুণাবলী মানুষের স্বাভাবিক ভাবেই প্রাপ্ত হওয়ার কথা, অভ্যাসের দ্বারা প্রাপ্ত হওয়ার নয়।