আচ্ছা, তোমার কি মনে হয়? মিশরের পিরামিড নির্মানে কি ভীনগ্রহবাসীর কোন যোগাযোগ আছে? তা না হলে এটি নির্মানের কৌশল এখনো বিজ্ঞানীরে পুরোপুরি বের করতে পারেনি কেন?
— আমার তা মনে হয়না, তুমি ভেবে দেখ খোদ বাংলাদেশেই মিহি মসলিন তৈরী হতো …। এতই মিহি যে পুরো কাপড়টি একটি ছোট আংটির ভিতর দিয়ে অনায়াসে চলে যেত। এখন চিন্তা করো, প্রায় ২০০ বছর হবে, এর মধ্যেই আমরা মসলিন তৈরীর প্রক্রিয়াটি হারিয়ে ফেলেছি, তাই না? অনেক চেষ্টা করেও সেই মসলিনের মত মিহি কাপড় আর তৈরী আমরা পারছিনা। এটিতো মাত্র ২০০ বছরের ঘটনা, আর পিরামিড তো চার হতে পাঁচ হাজার বছরের পুরনো ঘটনা, হয়তো তখন মানুষের কাছে সেই প্রযুক্তি বা জ্ঞান ছিল যা আজ আমরা বিস্মৃত হয়েছি। ভীনগ্রহ বাসীর সংযোগ ব্যপারটি যেহেতু প্রমাণিত নয়, তাই সেটি বিশ্বাস না করাটাই শ্রেয় নয়কি?
ভালো যুক্তি, আচ্ছা, রাষ্ট্রের কি ভাষা থাকা উচিত?
হাহা, যে চেতনা নিয়ে আমাদের পূর্বজরা ভাষার জন্য লড়াই করেছিলেন, সেই চেতনার কথা যদি বলো বা ধারন করো তাহলে কি তোমার মনে হয় শুধু একটি ভাষাই আমাদের রাষ্ট্রভাষা হবে? সেই আদি শত্রুদের সাথে তোমার পার্থক্যটা কোথায় থাকে যখন তুমি অন্যের ভাষার প্রতি ডিপ্রাইভ করো?
অসাধারণ বলেছ বন্ধুবর… প্রীত হলাম