সম্রাট জাহাঙ্গীর অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ বাজিকরগণ তাকে কিভাবে অভিভূত করেন তা দেখার জন্য। কিছুক্ষনের মধ্যে বাজিকরগণ উপস্থিত হলেন, সম্রাটকে অভিবাদন জানিয়ে এবং অনুমতি নিয়ে তারা প্রায় কুড়ি হাত লম্বা বিচিত্র বণের সুদৃশ্য একটি কার্পেট বিছালো সভা প্রাঙ্গনে। এরপর তারা কার্পেটটিকে উল্টে দিলেন, সম্রাট সবিস্ময়ে দেখলেন কার্পেটটির রঙ আর বর্ন পরিবর্তিত হয়ে গেছে, সম্রাট তাদের পরীক্ষা করার জন্য একশত বার কার্পেটটি ওলোট পালট করতে অনুরোধ করলেন। তারা সম্রাটের আদেশমত একশত বার-ই কার্পেটটি ওলোট পালট করলো আর সম্রাটও আশ্চর্য হয়ে দেখলেন কার্পেটটি একশত নতুন রঙ আর বর্ণে নিজেকে পরিবর্তিত করলো।