রোজকার মতো সন্ধ্যা ৬.৩৫ দিকে বাস আমাদের নামিয়ে দিল। বাস থেকে নেমে আমার রুমের দিকে যাচ্ছি। খেয়াল করলাম একটি বাচ্চা ছেলে (বয়স ৮ কি ১০ হবে) খেলাচ্ছলে পাথর কুড়িয়ে নিয়ে একটি কুকুরকে সেটি মারছে। প্রথমটা গায়ে লাগেনি, কিন্ত অবস্থা বুঝে কুকুরটি দৌড়ে দূরে সরে গেল। আমি ছেলেটিকে খেয়াল করছিলাম, আশেপাশে বয়স্ক যারা আছেন তাদেরও দেখলাম, কেও কিছু বলছেনা।
এদিকে কুকুরটি দূরে গিয়ে তাকিয়ে আছে, দেখছে তাকে মারার জন্য বাচ্চাটি আর আসছে কিনা, দেখলাম বাচ্চা ছেলেটিও দৌড়ে গিয়ে আরেকটি পাথর কুড়িয়ে নিয়ে কুকুরটির দিকে নিক্ষেপ করেছে। কুকুরটি পালাতে গিয়েও পারলোনা, পাথরটি সজোরে তার গায়ে লেগেছে আর ব্যথায় কুকুরটি আর্তনাদ করে উঠেছে। টার্গেটকে (কুকুর) পাথর লাগাতে পেরে ছেলেটি আনন্দিত হয়ে আরেকটি পাথর কুড়িয়ে নিল, আমি ছেলেটিকে বললাম, তুমি বিনা কারনে এই কুকুরটিকে মারছো কেন? কুকুরটিতো ব্যথা পাচ্ছে। তাই না?
ছেলেটি থামল, একটু অবাক হল যেন। যাই হোক ভালো লাগলো ছেলেটি পাথরটি ফেলে দিয়ে চলে গেল।