প্রজ্ঞাহীন অতি ভক্তি, সততা আর আদর্শ “সততা রোগ”, “আদর্শ রোগ” আর “ভক্তিরোগ” সৃষ্টি করে। আমরা এই রোগগুলোতে আক্রান্ত যা ভয়াবহ। “কেন?”,”কেন?” আর “কেন?” —– আমাদের শিক্ষা যতদিন ছোটবেলা হতে মনের মধ্যে অনুসন্ধিৎসু এই “কেন?” প্রশ্ন জাগাতে না পারছে ততদিন বুদ্ধির মুক্তি বা প্রজ্ঞার বিকাশ অসম্ভব।
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।