ভদ্রতা, কার্টেসী ইত্যাদির সংজ্ঞা আমার জানা নেই, কিন্তু এতটুকু বুঝতে পারি আপনার ব্যবহার দ্বারা আপনি শুধু আপনাকেই রিপ্রেজেন্ট করছেন না, আপনার বাবা-মা, আপনার বংশ এই সব কিছুকেই রিপ্রেজেন্ট করছেন।
২০০৬ সালে রিডার্স ডাইজেস্ট “গ্লোবাল কার্টেসী ” নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল,তারা মাপকাঠি হিসেবে যে ব্যপারগুলো ব্যবহার করেছিল তা নিম্নে দিলাম
১। রিডার্স ডাইজেস্ট-এর টিম বড় বড় শপিং মলে প্রবেশ করছে এমন ২০ জন মানুষকে ফলো করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে তারা দরজা খুলে শপিং মলে প্রবেশের সময় পরবর্তী মানুষটির জন্য দরজা খুলে ধরে রাখছেন নাকি সরাসরি ভেতরে ঢুকে যাচ্ছেন কিনা।
২। রিডার্স ডাইজেস্ট টীম বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ছোটখাটো দ্রব্যাদি কিনেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে দোকানী তাদের “ধন্যবাদ” জ্ঞাপন করছেন কিনা।
৩। ব্যস্ত সড়কে চলার পথে হাত থেকে বড় ফাইল পত্র পড়ে গেলে মানুষজন আপনাকে সেই ফাইল পত্র তোলার জন্য সাহায্য করছে কিনা
ফেইসবুকে একবার একটা ছবি দেখেছিলাম—ছবিটি ছিল এরকম
রাস্তায় একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে আর ফুতপাতে দুজন ভদ্রমহিলা তাদের বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছেন।
প্রথম ভদ্রমহিলা তার সন্তানকে বললেন বলছেন ” বাবা, যদি তুমি লেখাপড়া না করো তাহলে তোমার অবস্থা রাস্তার ঐ ঝাড়ুদারের মত হবে”
দ্বিতীয় ভদ্রমহিলা তার সন্তানকে বললেন “বাবা, ঐ দেখ ঝাড়ুদার, তুমি যদি লেখাপড়া না করো তাহলে তাদের জন্য কে সুন্দর পৃথিবী নির্মাণ করবে বলো?”
সবই হলো দৃষ্টিভঙ্গী