“Think Out Of The Box.” বলে ইংরেজীতে একটি কথা আছে, সোজা বাংলায় যার মানে হলো “একটু ভিন্ন ভাবে চিন্তা করা”। একটু ব্যাখ্যা করি ব্যাপারটা, বাংলাদেশ ব্যাংকের সামনে শামীম ভাইয়ের ছোট চায়ের দোকান, সাধারণত চায়ের দোকান গুলোতে দুধ চা আর লিকার (রঙ চা) বিক্রি হয় ( অন্যান্য দ্রব্যের কথা উল্লেখ করছিনা)। কিন্তু শামীম ভাইয়ের চা’এর দোকানটি একটু Different । কেন?
কারণ শামীম ভাই এর কাছে আপনি এক চা’ এর প্রায় ৬ কি ৭ রমক ভেরিয়েশন পাবেন, যেমনঃ দুধ চা, মাল্টার চা, পুদিনা পাতার চা, তেতুল চা, গ্রীণ টি, দারুচিনি চা ইত্যাদি। “Product Variation” বলে মার্কেটিং এ একটি টার্ম আছে, আপনি যদি Product Variation বুদ্ধিমত্তার সাথে ক্রিয়েট করতে পারেন তাহলে সেটি আপনার ব্যবসার জন্য লাভজনক। এক চায়ের দোকানে যখন আপনি এত ধরণের চা খেতে পারছেন, তাহলে আপনি অন্য দোকানে যাবেন-ই বা কেন? আমি নিজেও শামীম ভাইয়ের একজন লয়েল কাস্টমার। যাই হোক, মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে— “নতুন আইডিয়ার জন্য এমবিএ ডিগ্রি লাগেনা, লাগে একটু ভিন্ন দৃষ্টি” ।