শার্পনার দিয়ে পেন্সিল শার্প করে অথবা রাবার দিয়ে খাতা পরিস্কার করে রাবার বা পেন্সিলের উচ্ছিষ্ট ময়লা কত হাজারবার যে ক্লাস রুমেই ফেলেছি তার ইয়াত্তা নেই। সব ছেলেপুলেরা ফেলতো, আমিও ফেলেছি। এটি যে অনুচিত তা স্কুলে কেও কখনো বলে দিয়েছে বলে মনে পরেনা। পরিবার থেকেও কখনো একথা বলে নাই (অন্তত আমার ক্ষেত্রে)।
যাইহোক, কিছুদিন আগে আশির আহমেদ স্যারের জাপান কাহিনী পড়ছিলাম, জাপানি শিশুদের ক্লাসে যে ম্যানার শিখানো হয় তা এককথায় অসাধারণ। যদি তোমার কারণে কোন রুম নোংরা হয় তাহলে সেই রুম আগের মত পরিস্কার করার দায়িত্বও তোমার উপরই বর্তায়, এটিই জাপানি শিশুদের শিখানো হয়। জাপানি শিশুরা রাবার বা শার্পনার থেকে উৎপন্ন ময়লা টিস্যু বা রুমাল দিয়ে সংগ্রহ করে নির্দিষ্ট বিনে (ময়লা ফেলার বাক্স) ফেলে।
না পড়লে যেমন জানা যায়না, না জানলে তেমনি উপলব্ধির জায়গা গুলো ও শক্তিশালী হয়না, কোনটি ঠিক, কোনটি বেঠিক তা নির্ধারণ করাটাও কষ্টকর হয়ে যায়।