সিপাহী বিদ্রোহের কিছুকাল আগের কথা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (কবিগুরুর পিতা) দিল্লী চলেছেন, বোটে চড়ে শহরের কাছাকাছি আসার সময় তার চোখে পড়ল এক অভাবনীয় দৃশ্য।
তিনি দেখলেন, একটি মাঠ, তাতে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। দেবেন্দ্রনাথ জটলার কাছাকাছি গেলেন ব্যাপারখানা কি তা দেখার জন্য। তিনি দেখলেন অদূরে এক স্মভ্রান্ত বৃদ্ধ ঘুড়ি ওড়াচ্ছেন, খবর নিয়ে জানলেন এই বৃদ্ধ দিল্লীর সম্রাট বাহাদুর শাহ জাফর। দেবেন্দ্রনাথ ঠাকুর বৃদ্ধ সম্রাটের কাব্য প্রতিভায় ও মুগ্ধ হয়েছিলেন।
বাহাদুর শাহ জাফরের একটি লেখা শেয়ার করছি যা তিনি লিখেছিলেন সিপাহী বিদ্রোহের পরবর্তী তার প্রহসন মূলক বিচারের সময়—-
হ্যামসে না পুঁছো হালে দিল
জি রাহা হ্যায় মৌত কি আহোশ মে