স্কুল পড়ুয়াদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকি?
৯৯% ই হয়তো বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পাইলট ইত্যাদির কথা। আমি ও বলতাম একসময়।
ইউনিভার্সিটি পড়ুয়া আমার কয়েকজন ভাইকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম— তাদের উত্তর ছিল গ্রামীন ফোন, বাংলাদেশ ব্যাংক , বিসিএস ইত্যাদি।
বিবাহিত যারা তাদের উত্তর ছিল “ছেলে মেয়েকে মানুষ করা, লেখাপড়া শিখানো ও সমাজে প্রতিষ্ঠা করানো”
ভাবছিলাম আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে না তো? সোস্যাল সিকিউরিটির অভাব আমাদের গ্রাস করছে নাতো?
ক্যারিয়ার ওরিয়েন্টেড ও সোস্যাল সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমরা আমাদের সুপ্ত প্রতিভাকে ধ্বংস করছিনাতো?
ধরা যাক, আপনি খুব ভালো বাঁশি, তবলা , গিটার বাজাতে পারেন। অথবা আপনি খুব ভালো গণিত , পদার্থ বিজ্ঞান বা রসায়ন শাস্ত্র বুঝেন। যেমন ব্যক্তিগতভাবে ওয়েবসাইট রিলেটেড কাজ আমার খুব ভালো লাগে, এবং আমি ছোট একটা ওয়েবসাইট চালাই। কিন্তু আমাদের সামাজিক অবস্থা এমন হয়ে দাঁড়াচ্ছে যে বেশীর ভাগ মানুষই নিজের সেই সুপ্ত প্রতিভা বা ভালো লাগাগুলো কোন কাজেই লাগাতে পারছেননা ।
ইউরোপ আমেরিকাতে ছেলেমেয়ের লেখাপড়া, ভবিষ্যত সিকিউরিটি ইত্যাদি নিয়ে বাবা মাকে চিন্তা করতে হইনা বললেই চলে, এসবের দায়িত্ব রাষ্ট্রের। যার কারনে বাবা,মা অথবা একজন যুবক অনেকটা টেনশন মুক্তভাবেই তার সুপ্ত প্রতিভা বিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করে।
সুপ্ত প্রতিভা যদি বিকাশ না ঘটে তাহলে সেই সমাজ কতটুকুই বা এগোতে পারে?